বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাপানের পর্যটন প্রতিমন্ত্রী সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:৪৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টায় জাপানের ভূমি, অবকাঠামো এবং পর্যটন প্রতিমন্ত্রী নোবুহিদে মিনোরিকাওয়া এর সঙ্গে তার কার্যালয়ে  বৈঠক করেছেন।

বৈঠকে দুইদেশের মন্ত্রীদ্বয় বাংলাদেশ থেকে জাপানের নির্মাণ সেক্টরে কর্মী প্রেরণ, কর্মীদের আবাসন সমস্যা নিরসন এবং ট্যুরিজম বিষয়ে আলোচনা করেন। জাপানের ভূমি, অবকাঠামো এবং পর্যটন প্রতিমন্ত্রী নোবুহিদে মিনোরিকাওয়া বিষয়গুলি বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন: বুয়েটে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাপান- বাংলাদেশের অন্যান্য বিষয়ও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ইত্তেফাক/কেকে