শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৯৭১ সালে দৈনিক ইত্তেফাক (২ মার্চ)

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৪:৪০

১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে যাত্রা শুরুর পর থেকে ইত্তেফাক হয়ে ওঠে গণমানুষের মুখপত্র।  বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছিল পত্রিকাটি। সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে আপসহীনভাবে সত্য প্রকাশ করে গেছে ইত্তেফাক। পত্রিকাটির এই ভূমিকা উপমহাদেশের সংবাদপত্রের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।

স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চে দৈনিক ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ২ মার্চ প্রকাশিত দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার মূল খবরের শিরোনাম ছিল ‘জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত’।

পূর্ব ঘোষণা অনুযায়ী, পরদিন (৩ মার্চ) জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তা স্থগিত করেন। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায়। তিনি বলেন, ‘আমরা উহা নীরবে সহ্য করিতে পারি না।’

এছাড়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীতে প্রচণ্ড বিক্ষোভ দানা বেঁধে ওঠার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয় ১৯৭১ সালের ২ মার্চ ইত্তেফাকের প্রথম পাতায়।

ইত্তেফাক/জেএইচ