শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়পুরহাটে পাক সেনারা প্রথম গণহত্যা শুরু করে ২৫ এপ্রিল

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০২:৪১

২৫ এপ্রিল জয়পুরহাটবাসীর জন্য এক আতঙ্কের দিন। ১৯৭১ সালের এই দিনে জয়পুরহাটে প্রবেশ করেই পাকিস্তানি হানাদাররা সাধারণ মানুষের ওপর অমানুষিক নির্যাতনের পাশাপাশি শুরু করেছিল গণহত্যা। এদিনের কথা মনে হলে আজও আঁতকে ওঠেন স্বজন হারানো পরিবারের সদস্যরা।

মুক্তিযোদ্ধাদের সকল প্রকার প্রতিরোধ মূলক ব্যবস্থা গড়ে তোলার পরেও ১৯৭১ সালের ২৪ এপ্রিল মধ্যরাতে ট্রেন যোগে পাকিস্তানি সেনারা প্রথম জয়পুরহাটে প্রবেশ করে এবং রেলস্টেশনেই প্রথম ক্যাম্প স্থাপন করে। ২৫ এপ্রিল জয়পুরহাট থানাসহ আশপাশের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়ে আগমনের খবর দেয় পাক সেনারা। এদিন খুব সকালে প্রথমে জয়পুরহাট থানা দখল করে। এখানে পাকিস্তানি সেনাদের গুলিতে মারা যায় ২০/২২ জন। এভাবে নির্বিচারে গণহত্যা শুরু করে পাকিস্তানি সেনারা।

মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাট ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গঠনের পর যুদ্ধাপরাধীদের বিচার করায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।

ইত্তেফাক/এমআর