শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জীবন্ত শহীদ: সোলাইমানী হত্যার নেপথ্য কাহিনী’ বইমেলায়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭

মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল কাসেম সোলাইমানিকে নিয়ে বাংলা ভাষায় বইমেলায় ‘জীবন্ত শহীদ: সোলাইমানী হত্যার নেপথ্য কাহিনী’ নামক একটি বই প্রকাশিত হয়েছে।

লিখেছেন বিশিষ্ট সাহিত্য-অনুবাদক ও সাংবাদিক প্রমিত হোসেন।  ঢাকার বাংলাবাজার থেকে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যধারা বইটি প্রকাশ করেছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা চলার মধ্যেই বইটি প্রকাশিত হলো।  

আরও পড়ুন: বইমেলায় জবি ভিসির ‘বঙ্গবন্ধু শেখ হাসিনা ও সাম্প্রতিক বাংলাদেশ’

ইরাকে গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত সন্ত্রাসী হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের অধিনায়ক লে. জেনারেল কাসেম সোলাইমানি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিস ও আরও আটজন সামরিক ব্যক্তি।  ওই ঘটনার প্রেক্ষাপটে জেনারেল কাসেম সোলাইমানিকে কেন্দ্রে রেখে মধ্যপ্রাচ্যের সার্বিক একটি চিত্র তুলে ধরা হয়েছে এ বইটিতে।  


ইত্তেফাক/আরআই