শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বই মেলায় রাজনৈতিক বইয়ের চাহিদা মেটায় ‘মাতৃভূমি’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০

দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবলীর ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বই দিয়ে সাজানো হয়েছে ছাত্রলীগের স্টল ‘মাতৃভূমি’। শুক্রবার বই মেলার ঘুরে দেখা যায়, ইতিহাস ও রাজনৈতিক চাহিদা কথা মাথায় রেখেই এ স্টলের সামনে ভিড় জমান পাঠকেরা।  

আয়োজক ও পাঠকরা বলছে, বই মেলায় রাজনৈতিক বইয়ের চাহিদা মেটাতে সাজানো হয়েছে মাতৃভূমি। স্টলটির সংগ্রহে রয়েছে ইতিহাস ও রাজনৈতিক অসংখ্য বই। যা এক পলকে আকৃষ্ট করে পাঠক ও দর্শকদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বই রাখা হয়েছে এখানে। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদেরও বিভিন্ন বই পাওয়া যায় মাতৃভূমিতে। 

স্টলটিতে উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, কারাগারের রোজনামচা ছাড়াও অন্যান্য বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা 'শেখ মুজিব আমার পিতা' ‘নির্বাচিত প্রবন্ধ’ ‘আমাদের ছোট রাসেল সোনা’ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় লেখা 'জয় বাংলা: সাক্ষাৎকার ও আলাপচারিতা'। এছাড়াও অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে ‘ইতিহাস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ’ ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেন্স ডিমান্ড হিউম্যানিটি’ 'তারুণ্যের আলোয় শেখ হাসিনা' ‘এক রাতের বন্ধু শেখ রাসেল’ ‘শেখ হাসিনার উন্নয়ন ও মানবিক বাংলাদেশ’।

ছাত্রলীগের মাতৃভূমি স্টল নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবলী নিয়ে লেখা ইতিহাসের বিভিন্ন বই রাখা হয়েছে অমর একুশে গ্রন্থমেলায় ছাত্রলীগের স্টল মাতৃভূমিতে। সেই সঙ্গে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইও পাওয়া যাচ্ছে ছাত্রলীগের এ স্টলে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও আপার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বইগুলোই বেশি বিক্রি হচ্ছে এখানে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও রাজনৈতিক বইগুলো পাঠকের সামনে তুলে ধরতে। তুলনা মূলক ভাবে আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইগুলোর চাপ বেশি ছিল।

আরও পড়ুন: ড. আতিউর রহমানের নতুন বই ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’

মাতৃভূমি স্টলের দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ জানান, বই মেলায় মাতৃভূমি স্টলে সারা দেশ থেকে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা বই কিনতে আসেন। আমরা তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনের ইতিহাস পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনৈতিক সব ধরনের বই তুলেছি। তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের থেকে ভালো সাড়াও পেয়েছি। মাতৃভূমি স্টলে বঙ্গবন্ধুর আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা ও ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য, কর্মসূচি জানা এবং উপলব্ধি করার জন্যই আমাদের চেষ্টা।

ইত্তেফাক/আরআই