বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ ৩ যাত্রী আটক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:৩৯

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণ, ১০ পিস দামী মোবাইল ফোনসহ তিন বিমান যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটকদের মধ্যে দুইজন নারী।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টার দিকে বিমানবন্দরে গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু এবং সাইফুল ইসলাম। জব্দকৃত স্বর্ণ ও মোবাইল ফোনের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। শুক্রবার সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিজি-২২২) ফ্লাইটটি মাসকট থেকে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন: ২৩২ সাইক্লোন শেল্টার ৬ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে প্রস্তুত বরিশাল

এ ব্যাপারে কাস্টমস আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদ শেষে ওই তিন যাত্রীকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাসস।

ইত্তেফাক/এসি