শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেল দুর্ঘটনায় আহত ৭ জন সিএমএইচে ও দুইজন ঢামেকে ভর্তি

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সাতজনকে ভর্তি করা হয়েছে সিএমএইচে। মঙ্গলবার দুর্ঘটনার পর তাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে এনে এসব হাসপাতালে ভর্তি করা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মুন্না মিয়া (২০), মির্জা সাইফুদ্দিন সৈকত (২৮)।  সিএমএইচে ভর্তিরা হলেন- হরিজন, আবুল কাশেম, ওলি উদ্দিন, রেনু বেগম, রহিমা, শিশু মীম ও মহিমা।

মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তুর্ণা নিশিতা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে শতাধিক নারী-পুরুষ আহত হন। প্রশাসনের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন শতাধিক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ