বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবহন নেতারা

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:২০

নতুন সড়ক পরিবহন আইন স্থগিতের দাবিতে ঢাকাসহ সারাদেশে চলমান ধর্মঘট ও সংকট নিরসনে বাস, ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার রাত ৯টার কিছু পর স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এ বৈঠক শুরু হয়।

পূর্বনির্ধারিত এই বৈঠকে যোগ দিতে রাত ৮টার পর থেকেই একে একে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে আসতে শুরু করেন পরিবহন শ্রমিক নেতা, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক চলছে।

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে ট্রাক শ্রমিকরা।

ইত্তেফাক/জেডএইচডি