শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢামেকে হাসপাতালের কর্মচারীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৩:০৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আমির হোসেন (৩০)। রবিবার সকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহিম (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত আমির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের কর্মচারী ছিলেন। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরার পাচুকা কান্দিগ্রামে। রাজধানীর খিলক্ষেত সিকদারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

শাহবাগ থানার ওসি আবুল জানিয়েছেন, ধূমপান করা নিয়ে ইব্রাহীম ও আমির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইব্রাহীমের ধূমপান করার তথ্য তার মাকে বলে দেন আমির। এতে আমিরের উপর ক্ষিপ্ত ছিলেন ইব্রাহিম।

আরো পড়ুন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গ্রেফতার

ওসি আরো জানান, সকালে হাসপাতালের বহির্বিভাগের গেইটে ইব্রাহিমের সঙ্গে আমিরের এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে ক্রিকেট ব্যাট দিয়ে আমিরের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমিরকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান শাহবাগ থানার ওসি। 

ইত্তেফাক/জেডএইচ