বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘ সদর দপ্তরে 'চ্যাম্পিয়নস অব প্রিভেনশন' সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৩:২২

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ কার্যালয় গত ৯ ডিসেম্বর এক ফটো প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে বাংলাদেশের সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের কার্যক্রমের একটি ছবি 'চ্যাম্পিয়নস অব প্রিভেনশন' হিসেবে প্রদর্শিত হয়েছে।      

নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ফটো প্রদর্শনীর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বিশ্বব্যাপী যারা বৈষম্যহীন, বৈচিত্র্যময় গঠনমূলক পরিচালনা, এবং শান্তিপূর্ণ এবং সমেত সমাজ ব্যবস্থায় অবদান রেখেছে তাদের কাজ তুলে ধরা।     

এই বছর সেভ এবং সার্ভ ফাউন্ডেশনকে তাদের কাজের ও ছবি পাঠাতে আমন্ত্রণ জানানো হয়।  তারই প্রেক্ষিতে সংস্থাটি  ছবি পাঠায়।

এমন সাফল্যে সবাইকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর। তিনি বলেছেন, এটি আমাদের জন্য একটি বড় আনন্দের দিন, আমাদের ছবি জাতিসংঘের সদর সপ্তরে প্রদর্শিত হয়েছে। যার অর্থ আমরা ঠিক অবস্থানে আছি। 

এছাড়া তিনি বলেছেন,  সমর্থন ও আমাদের উপর আস্থা রাখার জন্য আমি বাংলাদেশে ইউএন অফিসের পাশাপাশি ইউএনডিপি'কেও ধন্যবাদ জানাতে চাই। কেননা  তাদের দিকনির্দেশনা ছাড়া এটি সম্ভব হত না। 

সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। 

ইত্তেফাক/এসআর