শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিজেএডির সভাপতি মর্তুজা হায়দার, সাধারণ সম্পাদক ওবায়দুর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৪

দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার (ডিজেএডি) সভাপতি মর্তুজা হায়দার লিটন (বিডিনিউজ) এবং এ কে এম ওবায়দুর রহমান (বাংলা ট্রিবিউন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সংগঠনের প্রথম দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।    

কমিটিতে সহ-সভাপতি পদে আসিফ শওকত কল্লোল (আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন চিশতি (এটিএন বাংলা), সাংগঠনিক সম্পাদক মাহবুব মমতাজী (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক জিলফুল মুরাদ শানু (ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিরণ্ময় হিমাংশু (বীকন বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাতাব হোসেন (কালের কণ্ঠ), জনকল্যাণ সম্পাদক একেএম কামরুজ্জামান পারভেজ (কালের কণ্ঠ), নারী বিষয়ক সম্পাদক সামিনা আকতার (যুগান্তর), দফতর সম্পাদক মোস্তফা ইমরুল কায়েস (সময়ের আলো) নির্বাচিত হয়েছে। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে খুররম জামান (বার্তা২৪), আহসানুল হক টুটুল (কালের কণ্ঠ), আমজাদ হোসেন (বিটিভি) ও জেড আই জহির (রাইজিং বিডি) নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন: জরিপে উঠে আসছে গণহত্যার নতুন চিত্র

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আযম মীর শাহীদুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য দ্যুতিময় বুলবুল, চ্যানেল ২৪ টেলিভিশনের নির্বাহী সম্পাদক তালাত মামুন। 

প্রসঙ্গত, ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দিনাজপুর জেলার সাংবাদিকদের সংগঠন- ডিজেএডির আত্মপ্রকাশ ২০১৭ সালে। শুরুতে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে এতদিন মর্তুজা হায়দার লিটন আহ্বায়ক এবং মিজানুর রহমান (অবজারভার) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনটির মোট সদস্য সংখ্যা ৭৬ জন।

ইত্তেফাক/এমআর