শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুই সিটিতে ২ হাজার ২১০ মনোনয়ন ফরম বিক্রি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:২১

ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষদিন। মেয়দ পদে দলীয়ভাবে অনুষ্ঠিত নির্বাচনে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধীপক্ষ বিএনপিসহ বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থিতাও চূড়ান্ত করা হয়েছে।

 

কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন হলেও দলীয়ভাবে প্রার্থী করেছে দলগুলো। যেসব প্রার্থী দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোয়ন কিনেছেন তারা মঙ্গলবার বিকালের মধ্যে জমা দিয়ে প্রার্থী হতে পারবেন।

 

এখন পর্যন্ত মেয়র, সাধারণ কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর সবমিলিয়ে দুই সিটিতে হাজার ২১০টি ফরম বিক্রি হয়েছে। রবিবার দুই সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়রপদের জন্য চারটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও মনোনয়ন বিক্রি হয়েছে দুই সিটিতে।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনে রবিবার পর্যন্ত মেয়র পদে জন, সাধারণ কাউন্সিলর পদে ৮০৫ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা দিয়েছেন সাধারণ কাউন্সিলর পদে ১০ জন সংরক্ষিত কাউন্সিলর পদে জন।

 

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রবিবার পর্যন্ত মেয়র পদে জন, সাধারণ কাউন্সিলর পদে ১০২৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা দিয়েছেন সাধারণ কাউন্সিলর পদে জন সংরক্ষিত কাউন্সিলর পদে জন।

 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

 

ইত্তেফাক/ইউবি