শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলহামদুলিল্লাহ, আমি খুশি: সাঈদ খোকন 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, আমি বলেছিলাম, তিনি আমার জন্য যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। আমার নেত্রী যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি।

সোমবার দুপুরে নগর ভবনে নিজের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান সাঈদ খোকন।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত মোহাম্মদ হানিফের হাত ধরে রাজনীতিতে এসেছি। তাকে হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে শেখ হাসিনাই এখন আমার অভিভাবক। 

আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার বিষয়ে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে আমি বিন্দুমাত্র লক্ষ্য করছি না। নেত্রী যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।

মেয়র হিসেবে নিজেকে সফল মনে করেন কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা একটি ইতিবাচক ধারার সূচনা করেছি। আমি সফল।

ইত্তেফাক/জেডএইচ