নববর্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ

মার্কিন দূতাবাস ও তার সামনে সবুজ মাঠ। ফাইল ছবি।
অনলাইন ডেস্ক১৮:১০, ৩১ ডিসেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
ইংরেজি নববর্ষ উপলক্ষে পহেলা জানুয়ারি (বুধবার) ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দূতাবাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী বুধবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চারকে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন, ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। নববর্ষের প্রথম দিন আমেরিকার জাতীয় ছুটির দিন হওয়া দূতাবাসের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
অবশ্য প্রতিবারের মত দূতাবাসের জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। দূতাবাস জানায়, জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার কাছ থেকে সাহায্য চাইতে পারবে যুক্তরাষ্ট্রের নাগরিক।
ইত্তেফাক/আরএ