বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চা বানিয়ে খাওয়ালেন আতিকুল ইসলাম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৯:৩২

প্রচারণায় গিয়ে ভোটারদের চা বানিয়ে খাওয়ালেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার বিকালে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে একটি টং দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে পড়েন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, আতিকুল ইসলাম দুধ নিয়ে কেতলি থেকে চা ওয়ানটাইম পাত্রে ঢালছেন। এরপর সেই চা উপস্থিতদের মাঝে দিচ্ছেন। এসময় মাঝে মধ্যে তাকে বলতে শুনা যায়, ‘চা খাবেন’, ‘চা...চা...চা হবে’, ‘এই মালাই...মালাই...মালাই খাবে কে’। মেয়র প্রার্থীর বানানো চা পান করে অনেকে প্রশংসা করেন।

জানা গেছে, ওই টং দোকানে বসে পরপর ৮ কাপ দুধ চা বানান এই মেয়র প্রার্থী। সেই ৮ কাপ চায়ের দামও দেন তিনি।

চা দোকানদার ইয়াসিন বলেন, মেয়র হঠাৎ আমার দোকানে এসে চা বানাতে শুরু করেন। তিনি আমাকে চায়ের দাম ৮০০ টাকা দেন। তার মতো সম্মানিত একজন ব্যক্তি আমার দোকানে এসেছে আমি খুবই আনন্দিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ের ছিলেন আতিকুল ইসলাম। এবারও তিনি একই সিটি করপোরেশন থেকে নির্বাচন করছেন।

ইত্তেফাক/জেডএইচ