বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২ দফা হামলায় তাবিথসহ বেশ কয়েকজন আহত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:১০

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০/১২ জন আহত হয়েছেন বলে দলটির পক্ষে থেকে দাবি করা হয়েছে।

 

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের উপর হামলায় হয়। এতে তিনি আহত হন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের উপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে। যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। নির্বাচনী প্রচার চালিয়ে যাব।’

 

তাবিথ অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের নেতৃত্বে এই হামলা হয়।

 

জানা গেছে, ওই এলাকায় গণসংযোগ শুরুর পরপরই লাঠিসোঁটা নিয়ে তাঁদের পেছন থেকে হামলা করেন একদল লোক। হামলাকারীরা তাবিথ ও তাঁর সঙ্গীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাবিথসহ ১০/১২ জন কর্মী-সমর্থক আহত হন।

 

ওই হামলার বিষয়ে তাবিথ বক্তব্য দেয়ার পর আবারো হামলার ঘটনা ঘটে। হামলাকারীর সংখ্যা আনুমানিক ৩০/৪০। তারা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে জানা গেছে। ৯ নম্বর ওয়ার্ড এলাকায় হামলার পর ১১ নম্বর ওয়ার্ডের দিকে চলে যান তাবিথ ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা।

 

ইত্তেফাক/এএম