শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোমবারের মধ্যে পোস্টার না সরালে জরিমানা: ইসি সচিব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ব্যবহৃত পোস্টার ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের নিজ খরচে এগুলো পোস্টার সরাতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

রবিবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এসময় প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা নিজ দায়িত্বে পোস্টার ব্যানারগুলো সরিয়ে নেন।

তিনি বলেন, আগামীকাল অর্থাৎ সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে প্রর্থীদের নিজ নিজ পোস্টার সরিয়ে নিতে হবে। যে যে প্রার্থী যে যে এলাকায় প্রচার করেছেন, নিজ দায়িত্বে তারা পোস্টার অপসারণ করে নিয়ে যাবেন। এর অন্যথায় হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যারা দায়িত্বরত আছেন তারা সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য যে বিধান আছে তাও মেনে নিতে হবে।

আরও পড়ুন: হরতালের পর বিক্ষোভের ডাক বিএনপির

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ।

 

ইত্তেফাক/আরআই