শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাতিরঝিলে গ্যাস সঞ্চালনের পাইপ লিক হয়ে হঠাৎ আগুন

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৯:৪২

রাজধানীর হাতিরঝিল এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লিক হয়ে আগুনের ঘটনা ঘটেছে। অল্প কিছুক্ষণের মধ্যে অবশ্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত এ আগুন নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রামপুরার হাতিরঝিল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বৃষ্টি থামার পর পরই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুতের চমকানিতে একটি বিদ্যুতের খাম্বার নীচে আগুন দেখা যায়। এরপরই রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন মিলে বালি, চটের বস্তা দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। কিন্তু ক্রমেই তা বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শী আরেক যুবক জানান, প্রায় ৪০ মিনিট ধরে আগুন ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: মুদি দোকানে বসতে নিষেধ, পরে রণক্ষেত্র

আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, সাপ্লাইয়ের গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। আগুনে ছোট- বড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি। আগুন পুরো নিয়ন্ত্রণে আছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এসি/এমএএম