বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাসপাতালে করোনা টেস্টিং কিটস দেবে কনফিডেন্স গ্রুপ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:০২

বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার করোনা ভাইরাস টেস্টিং কিট দেবে কনফিডেন্স গ্রুপ এবং এসএএইচ ফাউন্ডেশন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কনফিডেন্স গ্রুপ। 

কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখতে চাই আমরা। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বাংলাদেশ কুয়েতমৈত্রী হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে পিপিই বিতরণ করেছি আমরা। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের জন্যও পিপিই সরবরাহ করেছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

করোনা সংক্রমণ প্রতিরোধে সম্ভাব্য রোগীদের পরীক্ষার বিকল্প নেই। এরই অংশ হিসেবে এসএএইচ ফাউন্ডেশনের সঙ্গে মিলে আমরা বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে টেস্টিং কিট সরবরাহের উদ্যোগ নিয়েছি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কনফিডেন্স গ্রুপ এগিয়ে এসেছে।

ইত্তেফাক/জেডএইচ