শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রায়েরবাজারে খাদেম করোনায় আক্রান্ত, মসজিদ লকডাউন

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২২:০৫

রাজধানীর রায়েরবাজারে একটি মসজিদের খাদেম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে ওই মসজিদসহ এলাকা লকডাউন করা হয়েছে। 

বৃহস্পতিবার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদ লকডাউন করা হয়। মসজিদের ইমামসহ সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক সৈকত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই মসজিদের এক খাদেমের কভিড-১৯ পরীক্ষায় পজেটিভ আসে। এই খবর পাওয়ার পর মসজিদটির ইমামসহ সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মসজিদের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই এলাকা এখন লকডাউন। 

ওই মসজিদে আপাতত কোনো নামাজের জামাত হবে না বলে জানা গেছে।

এদিকে আইইসিডিআর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে একজন। 

এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৩০। আর মৃতের সংখ্যা ২১ জন হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ