শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অসহায়দের জন্য রোটারীর উদ্যোগ ‘আহার প্রতিদিন’ কর্মসূচি

আপডেট : ৩১ মে ২০২০, ০২:২৯

করোনা মহামারি পরিস্থিতিতে অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দেয়ার লক্ষ্যে রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘আহার প্রতিদিন’ কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রতিদিন সন্ধ্যায় রাজধানীসহ সারা দেশে এই খাবার বিতরণ চলছে। রোটারি গভর্নর এম. রুবাইয়াত হোসেন ও মহাসচিব একেএ মনূরুল হুদা পিন্টুসহ নেতৃবৃন্দ এই কর্মসূচি  তত্ত্বাবধান করছেন।

আরো পড়ুন: করোনা প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্তির আহ্বান প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, অসহায়, কর্মহীন, নিম্নবিত্ত মানুষেরা এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। ক্ষুধার তাড়নায় ভাইরাস সংক্রমণের আশংকা উপেক্ষা করে খাবারের খোঁজে তাদের রাস্তায় বের হতে হচ্ছে। তাদের সহায়তার জন্য রোটারী স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা প্রোটিন সমৃদ্ধ খাবার বিতরণ করছে। রাজধানীর তেজগাঁও এটিজে ইন্ডাষ্ট্রিজে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না খাবার ঢাকায় বিতরণ করা হচ্ছে।

ইত্তেফাক/এএএম