বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করল চীন সরকার

আপডেট : ২৯ জুন ২০২০, ২২:০৫

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেছে চীন সরকার। সোমবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন ঢাকাস্থ চীন দূতাবাস হতে এসব চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন। 

এ সরঞ্জামাদির মধ্যে ৯টি হাই-ফ্লো হিটেড রেসপাইরেটরি হিউমিডিফাইয়ার, ১৮ টি হাই-ফ্লো হিটেড রেসপাইরেটরি হিউমিডিফাইয়ার’স সলুশ্যান-এ, ১৮ টি হাই-ফ্লো হিটেড রেসপাইরেটরি হিউমিডিফাইয়ার’স সলুশ্যান-বি ও  ৯টি হাই-ফ্লো হিটেড রেসপাইরেটরি হিউমিডিফাইয়ার’স সেলফ রয়েছে।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম