শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা আক্রান্ত বন্ধু আকবর খান রনোকে দেখতে ঢামেক হাসপাতালে জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:৩৬

বিপ্লবী মার্কসবাদী নেতা ও বন্ধু হায়দার আকবর খান রনোকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ  চৌধুরী।

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে প্রবীণ বাম নেতা, তাত্ত্বিক ও লেখক রনো কয়েকদিন ধরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতা নিয়েও বন্ধুর জন্য ছুটে গেছেন সম্প্রতি করোনামুক্ত হলেও এখনও গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ডা. জাফরুল্লাহ।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢামেক হাসপাতালে যান তিনি। প্রায় ৩০ মিনিট বন্ধুর পাশে বসে থাকেন জাফরুল্লাহ।

বন্ধু রনোকে বলেছেন, 'তোমার উন্নত চিকিৎসার জন্য আমি যেকোনো আর্থিক সহযোগিতা করতে প্রস্তুত। তুমি বাংলাদেশের জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা । দেশের ক্রান্তিকালে জনগণের মুক্তির আন্দোলনে বন্ধু তোমাকে বেঁচে থাকতে হবে।'

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ, রেডিওলোজী প্রধান অধ্যাপক  ডা. মতিন খান, অধ্যাপক ডা. শওকত আরমান এবং ডিএমসির সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ইত্তেফাক/ইউবি