শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৫০ শতাংশ টিউশন ফি নেয়াসহ ৪ দফা দাবি প্যারেন্টস ফোরামের

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৮:০১

যতদিন স্কুল বন্ধ এবং অনলাইনে ক্লাস চলবে ততদিন ৫০ শতাংশ টিউশন ফি নেয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল। শনিবার ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে তারা এ মানববন্ধন করেন।  

অভিভাবকরা বলছেন, করোনার কারণে দেশের অধিকাংশ মানুষ অর্থ সংকটে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও বেতন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এর মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলের বেতন অনেক বেশি, তারপরও মহামারিতে স্কুল বন্ধ থাকায় প্রতিষ্ঠানের খরচ কমেছে অর্ধেকেরও বেশি। 

অভিভাবকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- মহামারির এই সময়ে ৫০ শতাংশ টিউশন ফি প্রদান এবং প্রতি বছর স্কুলের টিউশন ফি বৃদ্ধি বন্ধ, মানসম্মত অনলাইন ক্লাস নিশ্চিতে যেখানে থাকবে ছাত্র-শিক্ষকের মধ্যে নিয়মিত যোগাযোগ, প্রতি সপ্তাহে নিয়মিতভাবে ওয়ার্কশিট আপলোড, মহামারির সময় যদি কোনো অভিভাবক সন্তানের স্কুলের বেতন সময়মত পরিশোধ করতে না পারেন, তবে সে জন্য সেই শিক্ষার্থীর অনলাইন ক্লাস বন্ধ করা যাবে না। বকেয়া বেতন পরিশোধের জন্য অপারগ অভিভাবককে সময় দিতে হবে। 

এছাড়া যেসব অভিভাবক এখনও জুন মাসের বেতন দিতে পারেননি তাদের কিস্তির মাধ্যমে বেতন পরিশোধের সুযোগ দিতে হবে।

ইত্তেফাক/ইউবি