শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশ গড়তে তরুণ-যুবাদের নিয়ে দ্যা আর্থ সোসাইটির 'ইউনিটি ইজ আইডেন্টিটি'

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১২:৩১

অসাম্প্রদায়িক ও সুস্থ বাংলাদেশ গড়তে এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলায় তরুণ সমাজকে নিয়ে প্রতিষ্ঠা হতে যাচ্ছে 'ইউনিটি ইজ আইডেন্টিটি- পিস নেটওয়ার্ক' প্লাটফর্ম। দ্যা আর্থ সোসাইটির আয়োজনে এবং ডাইভারসিটি ফর পিস ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় এই প্লাটফর্মের অধীনে জেলা, বিভাগ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচন করা হবে পিস অ্যাম্বাসেডর।

বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫ কোটি ৩০ লাখ হচ্ছে তরুণ ও যুবসমাজ। দেশ গড়ার কাজে এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই তরুণ ও যুবসমাজ। সেই লক্ষ্যেই এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতেই পিস নেটওয়ার্কের জন্ম।

'বৈচিত্র্যের ঐকতানে' স্লোগানকে সামনে রেখে দেশের তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করার প্লাটফর্ম 'ইউনিটি ইজ আইডেন্টিটি'। সম্প্রতি দ্যা আর্থ সোসাইটি এই প্লাটফর্মের মাধ্যমে শুরু করেছে জেলা, বিভাগ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পিস অ্যাম্বাসেডর নির্বাচন প্রক্রিয়া।

দ্যা আর্থ সোসাইটিতে পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন এই লিঙ্কে - www.theearthbd.org/peace-ambassadors

দ্যা আর্থ সোসাইটির এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক এবং আরটিভি।

ইত্তেফাক/জেডএইচডি