শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এলাকার নেতা পরিচয়ে হাজারীবাগে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে মারধর

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৯:৩০

এলাকার নেতা পরিচয়ে রাজধানীর হাজারীবাগে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শককে মারধর করেছে স্থানীয় একদল যুবক। 

এ ঘটনায় শনিবার রাতে চারজনকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ। তবে আটকদের নাম-পরিচয় বলেনি পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, বেলা ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাজারীবাগে বর্জ্য অপসারণের কাজ করছিলেন। এ জন্য ওই এলাকার একটি রাস্তা বন্ধ থাকে। তখন চারজন যুবক রিকশা করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো। 

এ সময় তাদের অন্য সড়ক ব্যবহারের পরামর্শ দেন বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্তরা। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক রহিম উদ্দিনকে মারধর করেন।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, ওই যুবকরা এলাকার স্থানীয় বলে শুনেছি। অন্যদের আটকে অভিযান চলছে। 

ইত্তেফাক/জেডএইচ