বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিমিয়ে পড়েছে সংস্কৃতি অঙ্গন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০২:১৯
সন্ধ্যার পর যেন একেবারেই নির্জীব হয়ে পড়ে রাজধানী। সংস্কৃতির শহর হিসেবে গড়ে উঠতে থাকা রাজধানী ঢাকায় হঠাত্ করেই নেমে এসেছে স্থবিরতা। অথচ শীতকালের শুরুতেই বাড়ে সাংস্কৃতিক আয়োজনের ব্যাপ্তি। এর পাশাপাশি বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উত্সব ও আন্তর্জাতিক লোকসংগীত উত্সব, আন্তর্জাতিক সাহিত্য উত্সব, শিশু চলচ্চিত্র উত্সব-সাংস্কৃতিক উত্সবের আন্তর্জাতিক মাত্রা নিয়ে উপস্থিত হয় দর্শক-শ্রোতার সামনে। চাকরি, ব্যবসা, যানজট- কংক্রিটের নগরীতে মানুষের জীবনকে যখন যান্ত্রিক করে তোলে তার বিপরীতে এসব উত্সব যেন মরুভূমির বুকে সবুজ উদ্যানের মতো হাজির হয়।
 
বর্তমান সময়ে রাজধানীর সংস্কৃতি অঙ্গন যেন পুরোপুরি ঝিমিয়ে পড়েছে। দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনী উত্তাপ ছড়িয়ে থাকায় সাংস্কৃতিক অঙ্গনে চলছে স্থবিরতা। শহীদ মিনার, টিএসসি, শিল্পকলা একাডেমি, মহিলা সমিতি, শাহবাগ চত্বর, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চ, জাতীয় জাদুঘর আর পাবলিক লাইব্রেরির মঞ্চগুলো ফাঁকা পড়ে আছে। তা না হলে এ শীতের মৌসুমেই সাংস্কৃতিক অঙ্গন থাকে সবচেয়ে গতিশীল প্রাণবন্ত। শিল্পীদের গানের সুরে, নাট্যকর্মীদের পদচারণায় মুখর থাকে মঞ্চগুলো। তবে এ বছর তা একেবারেই অনুপস্থিত।
 
এ প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মহাজোটের পক্ষে সংস্কৃতিকর্মীরা দেশজুড়ে প্রচারণায় অংশ নিয়েছিল। সে কারণেই নির্বাচনের পরে সংস্কৃতি অঙ্গন কিছুটা স্তিমিত। তবে খুব দ্রুতই আবার কার্যক্রম শুরু হয়ে যাবে। সামনেই ভাষার মাস ফেব্রুয়ারি। মাসজুড়ে চলবে অনুষ্ঠান। এরপর স্বাধীনতার মাস মার্চ। মার্চেও মাসজুড়ে চলবে অনুষ্ঠান। এরপর পহেলা বৈশাখ। সুতরাং সামনের লাগাতার অনুষ্ঠান আয়োজনের সময় আসছে। সে কারণেই কর্মকাণ্ড গুছিয়ে নিচ্ছেন সংস্কৃতিকর্মীরা।
 
 
শিল্পকলা একাডেমির মঞ্চগুলোও ফাঁকা। নাটক, গানের অনুষ্ঠান নেই। এত বড় বিশাল চিত্রশালায় চলছে না কোনো প্রদর্শনী। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান, নিজস্ব অনুষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে। জাতীয় জাদুঘরের মঞ্চগুলোতে অনুষ্ঠান আর গ্যালারিতে প্রদর্শনী লেগেই থাকে। এ বছর তা এখন পর্যন্ত বন্ধ। জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার শিহাব শাহরিয়ার জানালেন, জাদুঘরের নিয়মিত অনুষ্ঠান বন্ধ রয়েছে। ২০ তারিখ থেকে শুরু হবে।
 
ইত্তেফাক/নূহু