শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরাকে দায়িত্বরত বাংলাদেশি রাষ্ট্রদূতকে প্রত্যাহার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

অবশেষে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত এম এম ফরহাদকে ঢাকায় বদলি করা হয়েছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে রাষ্ট্রদূত ফরহাদকে দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।  

 

তিনি ২০১৬ সাল থেকে চুক্তিভিত্তিক নিয়োগে ইরাকের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। যুদ্ধবিদ্বস্ত ইরাকে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন।  

আরো পড়ুন : কলড্রপ ও ধীরগতির ইন্টারনেটে বিরক্তি  

করোনা সংকটকালে বাংলাদেশি কর্মীরা দূতাবাসে ভিসা সত্যায়ন, পাসপোর্ট নবায়ন, ট্রাভেল পাস ইস্যুসহ প্রতিটি ক্ষেত্রে ভোগান্তি হয়রানির শিকার হন। দূতাবাস প্রতিটি কাজের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দালালদের মাধ্যমে আদায় করছে। ফলে কর্মীরা অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ ছিলো।

 

  

ইত্তেফাক/ইউবি