শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদ্যুৎস্পৃষ্টে বিএফ শাহিন কলেজের শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪

রাজধানীর দক্ষিণ কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিএফ শাহিন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। তার নাম ফেরদৌস হাসান শুভ (১৮)। শনিবার দুপুরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফেরদৌস হাসানের বাবার নাম রেজাউল করিম। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের। বর্তমানে তিনি মতিঝিলের ১১৬ নম্বর দক্ষিণ কমলাপুরে পরিবারের সাথে থাকতেন। 

প্রতিবেশী আবু সাত্তার বলেন, বৃষ্টির সময়ে ফেরদৌস হাসান ও কয়েকজন ছেলে তাদের বাসার গলিতে ক্রিকেট খেলছিল। খেলার সময় ক্রিকেটের বলটি সেখানে একটি বাসার  ছাদের উপর গিয়ে পড়ে। ফেরদৌস বলটি আনার জন্য ছাদে উঠে। সেখানে বৈদ্যুতিক তার একটি লোহার পাইপের সঙ্গে জড়িয়ে ছিল। ফেরদৌস ওই লোহার পাইপটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। 

তিনি বলেন, বৃষ্টিতে কোনভাবে ওই পাইপটি বিদ্যুতায়িত হয়েছিল। মৃতের বাবা রেজাউল করিম জানান, ফেরদৌস বিএফ শাহীন কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়।