শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বয়ংক্রিয়ভাবে বাড়বে আকামার মেয়াদ আবেদন লাগবে ভিসা নবায়নে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৭

কর্মস্থলে ফিরতে টিকিট প্রদান ও ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে গতকালও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। কাওরান বাজারের সাউদিয়া অফিস, মতিঝিল বিমান অফিস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। পরে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শেখ বোরহান উদ্দিন জানান, সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, তবে ভিসার মেয়াদ বাড়বে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী। যদিও প্রবাসীদের দাবি স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে সরকার যেন উদ্যোগ নেয়।

এদিকে প্রবাসী শ্রমিকরা বলছেন, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। কিন্তু মেয়াদ বাড়ানো বা ফেরার টিকিট এখনো নিশ্চিত হয়নি। মিলছে না টোকেনও। তবে যারা টোকেন পেয়েছেন তাদের টিকিট দেওয়া হচ্ছে সৌদি এয়ারলাইনসের কার্যালয় থেকে। আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হচ্ছে ৬ হাজার টিকিট।