শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফখরুদ্দিন আর নেই

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৭:২৫

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক এইউ এম ফখরুদ্দিন আর নেই। শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

করোনায় আক্রান্ত হয়ে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার সহধর্মিণী মমতাজ বিলকিস বানু জাতীয় প্রেসক্লাবের সদস্য। 

তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘ সাংবাদকিতা জীবনে বাংলাদেশ টাইমস, দি ইন্ডিপেনডেন্ট, দি টেলিগ্রাফ ও হলিডেসহ বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: আসামিরা জামিনে নিরাপত্তাহীনতায় পরিবার

রবিবার সকাল এগারটায় ধানমন্ডির প্যারাডাইস পয়েন্ট এ (রোড ২৬,বাড়ি ৬০) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে এইউ এম ফখরুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/এএএম