মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুলিশি বাধায় সমাপ্ত ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:৩০

পুলিশি বাধার মুখে বন্ধ হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছিল। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিশাল এক মিছিল নিয়ে গুলশানে ফ্রান্স দূতাবাসের দিকে রওনা হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড, ব্যানার দেখা যায়।  নেতাকর্মীরা বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকেন। 

মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে মিছিলটিকে সামনের দিকে অগ্রসর হতে দেয়নি পুলিশ।  এসময় সেখানে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।  ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘ম্যাঁকোর চামড়া, তুলে নেব আমরা’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’ ইত্যাদি শ্লোগান দেন।

পরে ইসলামী আন্দোলনের নেতারা পুলিশের সঙ্গে কথা বলে সেখানেই  তাদের কর্মসূচি শেষ করেন। 

ইত্তেফাক/জেডএইচ