শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথমবার ঢাকায় বেড়াতে এসে প্রাণ হারালেন মুন্না 

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৯:১৪

তুর্কি মুন্না। বয়স ১৯। নড়াইল থেকে ঢাকায় এসেছিলেন বন্ধুর বাসায় বেড়াতে। আর এটাই ছিল তার প্রথম ঢাকা দর্শন।

বুধবার ভোরে বাস থেকে নেমে বন্ধুর বাসায় যাবার পথেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান। মৃতদেহ ফেলে রাখায় হয় রাজধানীর মিরপুর-১ নম্বরের ডেসকো কার্যালয়ের পাশের রাস্তায়। এ তথ্য জানিয়েছেন শাহ আলী থানার ওসি মুহাম্মদ আসাদুজ্জামান।

নিহতের বন্ধু ও স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, তুর্কি মুন্নার বাড়ি নড়াইল সদরে। গ্রামে পড়ালেখা করেন। রাতের গাড়িতে ঢাকায় আসেন তিনি। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে গাড়ি থেকে নেমে বন্ধুর বাসায় যাওয়ার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। 

পুলিশের ধারণা, ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে।

শাহ আলী থানার এসআই মতিউর রহমান বলেন, একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।

তিনি আরো বলেন, তুর্কি মুন্না মিরপুর-১ নম্বর সেকশনের নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে বন্ধু রহমতের বাসায় আসে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে ময়নাতদন্তের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা।

ইত্তেফাক/জেডএইচ