শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাইকোর্ট মাজারের সিন্দুক ভেঙে চুরির ভিডিও প্রকাশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:২২

রাজধানীর হাইকোর্ট চত্বরে মাজার মসজিদে চুরি ঘটনার ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ ভিডিওটি প্রকাশ করে।

ভিডিওতে দেখা গেছে, মুখে কালো কাপড় পরে সিন্দুক ভেঙে টাকা চুরি করছেন একজন। চুরির পর গেটের তালা ভাঙেন তিনি। এরপর সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে এই চুরিতে সহযোগিতা করতে দেখা যায়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভিডিওচিত্রে প্রদর্শিত ব্যক্তি সম্পর্কে কারো জানা থাকলে ডিএমপিতে যোগাযোগ করতে। এজন্য দুটি মোবাইল নম্বর দেওয়া হয়। ০১৭১৩-৩৭৩১২৫ (অফিসার ইনচার্জ শাহবাগ থানা ), -০১৭২১৪৭১৪৬১ (এসআই মো. মনছুর আহম্মেদ)।

আরো পড়ুন: আমি মদ খাইনি, ট্রাকচালক খেয়েছিলেন: অহনা

গত বছরের ২২ ডিসেম্বর মসজিদের ভেতরে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের সব টাকা নিয়ে যায় চোরেরা। এছাড়া বৈদেশিক মুদ্রা, স্বর্ণও  চুরি যায়।

প্রসঙ্গত, ওই সিন্দুকগুলো ১৫-২০ দিন পরপর খোলা হয়। এর মধ্যে একটি সিন্দুক আছে যাতে টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার রাখা হয়।

ইত্তেফাক/জেডএইচ