শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকায় জর্ডান দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৪৭

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষে ঢাকায় জর্ডান দূতাবাস খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বৃহস্পতিবার আম্মানে জর্ডানের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ড. ইউসুফ বাতাইনেহ-এর সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। 

বৈঠকে তারা জর্ডানে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান এবং দ্বিপাক্ষিক পররাষ্ট্র দপ্তরের আলোচনা (এফওসি) আহ্বান করার বিষয়ে কথা বলেন। 

আরো পড়ুন : বেতাগীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাষ্ট্রদূত উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকের আয়োজন করার অনুরোধ জানান। 

সোবহান করোনা ভাইরাস ব্যবস্থাপনা এবং অভিবাসী শ্রমিকদের শ্রম অধিকার নিশ্চিত করার উদ্যোগের জন্য জর্ডান সরকারের প্রশংসা করেন।

 

ইত্তেফাক/ইউবি