শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাদামতলীতে ফল ব্যবসায়ীদের দখলে থাকা শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৬:২০

রাজধানীর পুরাণ ঢাকার কোতোয়ালী থানার বাদামতলী এলাকায় ফল ব্যবসায়ীদের দখলে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা নদী বন্দর কর্মকর্তা যুগ্ম পরিচালক গুলজার আহমেদ। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। এছাড়া উচ্ছেদ অভিযানে সার্বিক নিরাপত্তা দিতে নৌ পুলিশ, র‌্যার ও বিআইডব্লিউটিএ এর আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন।

গুলজার আহমেদ জানান, প্রায় তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।

আরও পড়ুন: শেরপুরে সড়কে ঝরলো তিন প্রাণ

সোমবার থেকে ঢাকার কেরানীগঞ্জের তেলঘাট, চর মিরেরবাগ, বছিলা, ওয়াসপুরসহ বিভিন্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর দুই পাশের দখলে থাকা নদীর জমি দখলদারের কাছ থেকে পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

ইত্তেফাক/এসি