শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলী যাকেরের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৯:১৪

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) এক শোকবার্তায় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে শূন্যতা সৃষ্টি করেছে। 

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে নাটক জনপ্রিয় করা ও নাটকের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আলী যাকের যে অনবদ্য ভূমিকা রেখেছেন, জাতি তা মনে রাখবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে তিনি নানাভাবে যুক্ত ছিলেন। 

শোকবার্তায় আরেফিন সিদ্দিক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার ভোরে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে সোমবার কোভিড-১৯ টেস্ট করানো হয়। ফলাফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ।


ইত্তেফাক/এমএএম