হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম আর নেই

গুলশান আরা সেলিম। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক০১:১৭, ৩০ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
চলে গেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম। রবিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশোনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিল ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভারের নানা সমস্যায় ভুগছিলেন গুলশান আরা সেলিম। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর তাকে ব্যাংককে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল।
প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকা পর চলতি বছরের ২০ অগাস্ট তাকে ঢাকায় এনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত সাতদিন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ইত্তেফাক/জেডএইচডি