শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ও-লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা

সর্বোচ্চ শাস্তির দাবিতে নাগরিক অবস্থান

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:১২

রাজধানীর ও-লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহানের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) কলাবাগান মাঠের সামনে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। তারা দিহানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে নাগরিক অবস্থান কর্মসূচিও পালন করা হয়েছে। এসময় কলাবাগানে বিক্ষোভ মিছিল করা হয়। 

গত ৭ জানুয়ারি কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও-লেভেলের শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় তার বাবা ধর্ষণের পর হত্যার অভিযোগে কলাবাগান থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি করা হয় দিহানকে। দিহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বিক্ষোভ সমাবেশে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। ছবি: আব্দুল গনি

ইত্তেফাক/জেডএইচ