সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

সাংবাদিক মিজানুর রহমান খান। ফাইল ছবি
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৮:৫৫, ১১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হলে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়।
আরো পড়ুন : মিয়ানমারের কারণে রোহিঙ্গাদের পাঠানো সম্ভব হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি