শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাঈদ খোকনকে দলের সব পদ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় সাবেক মেয়র সাঈদ খোকনকে আওয়ামী লীগের সব পদ থেকে বহিষ্কার করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা উন্নয়ন সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন।

পরে তারা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জমা দেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নিউ মার্কেটের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, ‘সাঈদ খোকন দেশকে অস্থিতিশীল করার জন্য বর্তমান মেয়রকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যে মেতে উঠেছেন।’

অবিলম্বে দলের সব পদ থেকে তাকে বহিষ্কার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বক্তারা। বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতারা অংশ নেন।

 

ইত্তেফাক/ইউবি