বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বুড়িগঙ্গার তীরে ৭৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:০২

ঢাকার কামরাঙ্গীরচর ঠোঁটা এলাকায় বুধবার (২০ জানুয়ারি) উচ্ছেদের তৃতীয় দিনে তিনতলা ভবনসহ ৭৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পাঁচ একর নদীর জমি উদ্ধার করে অবমুক্ত করেছে বিআইডাব্লিউটিএ। 

উচ্ছেদ পরিচালনায় থাকা কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী।

আরও পড়ুন: ঢাকা শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় মেয়র তাপসের

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জানায়, তিনতলা ভবন তিনটি, দুইতলা ভবন ৭টি, একতলা পাঁচটি, আধাপাকা ৩৫ টি বাঁশের তৈরি ২ তলা সেট একটি, টিনসেড ঘর ১০ টি ও টং দোকান ১২ টি সহ মোট ৭৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া দখলকারীর হাত থেকে পাঁচ একর সরকারি জমি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: সবচেয়ে দূষিত নগরী ঢাকা

যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী জানান, গত বছর প্রথম ধাপে দ্বিতীয় দফায় উচ্ছেদের পর দখলকারীরা পুনরায় বুড়িগঙ্গা নদীর জমি দখল করে নেয়। বুধবার ওই পাঁচ একর জমি ও ৭৩ টি অবৈধ স্থাপনা পুনরায় উদ্ধার করা হয়।


ইত্তেফাক/এমএএম