দেড় ঘণ্টার চেষ্টায় কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৯:৩২, ২৪ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে অলি গার্মেন্ট নামে ওই পোশাক কারখানার ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরও পড়ুন: কমলাপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান জানান, কমলাপুরের গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ইত্তেফাক/কেকে