বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের নিন্দা গণতান্ত্রিক বাম ঐক্যের 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২০:১২

করোনাকালে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজনুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক রুমকে হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: এলপিজির দাম নির্ধারণ করছে সরকার

সরকার বর্তমানে প্রতি সিলিন্ডারের গ্যাসের দাম নিচ্ছে ৬০০ টাকা আর বেসরকারি এলপিজি কোম্পানিগুলো নিচ্ছে ইচ্ছে মত। নতুনভাবে সরকার প্রতি সিলিন্ডারের দাম ৭০০ টাকা এবং সরকারি টেকনিক্যাল কোম্পানি ৯৫০ টাকা ও বেসরকারি এলপিজি কোম্পানি জোট প্রস্তাব করেছে ১২৫০ টাকা।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গত ১৪ জানুয়ারি সরকার ত্রিপক্ষীয় গণশুনানির আয়োজন করে। এ বিষয়ে আজ রবিবার পক্ষে-বিপক্ষে মতামত দেওয়া হয়। 

 

ইত্তেফাক/কেএইচ/ইউবি