মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন

আগুনে পুড়ছে মানিকনগরের কুমিল্লা পট্টি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৬:১১, ২১ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে আগুন লেগেছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, মানিকনগরের কুমিল্লা পট্টিতে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি