খোন্দকার ইব্রাহিম খালেদ লাইফ সাপোর্টে

খোন্দকার ইব্রাহিম খালেদ। ছবি: সংগৃহীত
ইত্তেফাক রিপোর্ট০১:৩২, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। পোস্ট কোভিড জটিলতা বৃদ্ধি পাওয়ায় গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই সাংবাদিক খোন্দকার মুহাম্মদ খালেদ ইত্তেফাককে বলেছেন, ‘আমার ভাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন।
সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন। পরে পোস্ট কোভিড জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরুতে তিনি আইসিইউতে ছিলেন। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
ইত্তেফাক/এএএম