শ্যামপুরে পানির ট্যাংকে শিশুর লাশ

প্রতীকী ছবি
ইত্তেফাক রিপোর্ট০১:৪৪, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর এলাকার একটি বাড়ির ছাদে পানির ট্যাংক থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তবে শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি মফিজুল আলম জানান, মঙ্গলবার শ্যামপুরের করিমুল্লার বাগের ৩৮ নম্বর নাসির উদ্দিনের তিনতলা বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে শিশুটি লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে ঐ পানির ট্যাংকে ফেলে রেখেছে।
ইত্তেফাক/এএএম