শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাওরান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৫

রাজধানীর কাওরান বাজারে হাসিনা মার্কেটে শনিবার রাতে অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। রাত ৯ টায় টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট গিয়ে আগুনে নেভানোর কাজ শুরু করে। তবে রাত পৌণে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা জানান, প্রায় পৌণে এক ঘন্টা চেষ্টার পর রাত পৌণে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এর আগে দুই বছর পূর্বে অগ্নিকান্ডে হাসিনা মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে যায়। একটি চক্র এই মার্কেটে আগুন ধরিয়ে দেয় বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা অভিযোগ করেন। 

 

ইত্তেফাক/এনএ