বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শহীদ বুদ্ধিজীবীতে সমাহিত হবেন শাহীন রেজা নূর

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৩:৫৮

বাংলাদেশে পৌঁছেছে শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের ছেলে, দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূরের মরদেহ। আজ বুধবার (৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় টার্কিশ এয়ারলাইন্সযোগে তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। আজ দুপুর ৩টায় চতুর্থ জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কানাডার ভ্যাংকুভার থেকে জবাব আজাদ জানান, করোনা বিধি মেনে কানাডার ভ্যাংকুভারে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

লেখক শাহানা আকতার মহুয়া ইত্তেফাককে জানান, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর সকাল ৯টায় তার মোহাম্মদপুরের ইকবাল রোডে অবস্থিত পৈতৃক নিবাস সংলগ্ন মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় শেষ শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দ্বিতীয় জানাজার পর সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ রাখা হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে শাহীন রেজা নূরের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

এরপর বিকাল ৩টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে চতুর্থ জানাজা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গত ১৩ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর।

ইত্তেফাক/জেডএইচডি