শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধে ‘নারী সমাবেশ’

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:১০

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৯০ অবিলম্বে অনুসমর্থন এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এ সমাবেশ করে।

শুক্রবার সকাল পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। 

সমাবেশে বাংলাদেশ সরকারকে আইএলও কনভেনশন-১৯০ অনুস্বাক্ষরের দাবি জানানো হয়। 

বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নারীরা মানববন্ধনে অংশ নেয়। 

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীদের অভিনন্দন জানানো হয়।

সমাবেশে গার্মেন্টসে কর্মরত বিপুল পরিমাণ নারী অংশ নেন।

সমাবেশ ও র‌্যালির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন।

এ সময় বিভিন্ন স্লোগান দেয় নারীরা। 

ইত্তেফাক/এএএম